২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বন্দি থাকা ১৫ টি তিলা ঘুঘু অবমুক্ত

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৪ অপরাহ্ণ, ০৫ অক্টোবর ২০২২

বন্দি থাকা ১৫ টি তিলা ঘুঘু অবমুক্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পাখি শিকারীদের কাছে বন্দি থাকা ১৫ টি দেশী তিলা ঘুঘু অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুর তিনটার দিকে থানার সম্মুখ্যে ঘুঘুগুলো অবমুক্ত করা হয়।

পর্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা গ্রাম থেকে খাচায় বন্দি অবস্থায় এসব ঘুঘু উদ্ধার করে স্বেচ্ছাসেবী প্রানিকল্যান সংগঠন এনিমেল লাভার অফ কলাপাড়া শাখার সদস্যরা।

এ সময় পাখি শিকারের ফাঁদ (জাল) পুড়িয়ে ফেলেন তারা। এর আগেও শিকারীদের কাছ থেকে বেশ কিছু বন্যপ্রানী উদ্ধার করে অবমুক্ত করেছে এই সংগঠনটি। স্বেচ্ছাসেবী প্রানিকল্যান সংগঠন এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, তারা গোপন সংবাদের ভিক্তিতে এসব ঘুঘু উদ্ধার করেন। পরে কলাপাড়া থানার ওসি ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ঘুঘু অবমুক্ত করা হয়েছে ।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন