২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরগুনায় আল রাজি ক্লিনিককে জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩১ অপরাহ্ণ, ১৯ মার্চ ২০২৩

বরগুনায় আল রাজি ক্লিনিককে জরিমানা

আনিসুর রহমান টুলু, বরগুনা:: বরগুনায় সদরে বিভিন্ন সময়ে ভুল চিকিৎসা ও অপচিকিৎসার কারণে রোগীদের মৃত্যু হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে অভিযানে নামে জেলা প্রশাসন। আজ রোববার বেলা ১১টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর।

বরগুনা সদরের বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় আল রাজি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলোজি ল্যাবে ত্রুটি থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও ফার্মেসী পরিচালনার লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা এবং ল্যাব ও ফার্মেসী বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে আল রাজি ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতের মৃত্যু হয়। ওই ক্লিনিক ও ডাক্তারের বিরুদ্ধে সংবাদকর্মীরা সংবাদ প্রকাশ করলে প্রশাসনের নজরে আসে।

এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন- প্রাইভেট ক্লিনিক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ওঠায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। যাদের ত্রুটি পেয়েছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই অভিযান অব্যাহত থাকবে।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন