২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরগুনার ৬ উপজেলায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে টেউটিন ও নগদ অর্থ প্রদান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৭ অপরাহ্ণ, ২২ মে ২০২০

বার্তা প্রতিবেদক, বরগুনা :: বরগুনার ৬টি উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজ জেলার ৬টি উপজেলায় গৃহনির্মাণ সামগ্রী টেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বরগুনা-১১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার আজ বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আম্ফানে যাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ২৫টি পরিবারের মধ্যে ৫০ বান্ডিল টেউটিন এবং দেড় লক্ষ টাকা প্রদান করেন।

জেলা প্রশাসক পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে আম্ফানের প্রভাবে বসতঘর ক্ষতিগ্রস্তদের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী বাবদ টেউটিন ও নগদ অর্থ প্রদান করেন। জেলার অন্য ৪টি উপজেলা ও ৪টি পৌরসভায়ও একই ধরনের সহায়তা দেয়া হয়। জেলায় মোট ৯ হাজার ৮শ কাঁচা বসতঘর আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্য থেকে অধিক ক্ষতিগ্রস্ত ১শ পরিবারকে প্রাথমিক পর্যায়ে তাৎক্ষণিক ২শ বান্ডিল টেউটিনসহ নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন