২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরগুনায় অপহৃত শিশু উদ্ধার, টাকাসহ তরুণী আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, ১৩ মে ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরগুনা:: বরগুনায় অপহরণের ১০ ঘণ্টা পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ; এ ঘটনায় টাকাসহ এক তরুণীকে আটক করা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান বরিশালটাইমসকে জানান, রোববার রাতে পটুয়াখালীর কাঁঠালিয়া থেকে শিশুটিকে উদ্ধারসহ ওই তরুণীকে আটক করা হয়।

শিশুটি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের উরবুনিয়া গ্রামের নাসির উদ্দিন সিকদারের ছেলে। তার বয়স এক বছরের কম।

শিশুটি আটক তরুণীর মামাত ভাই বলে পরিবার জানিয়েছে।

শিশুর বাবা নাসির বরিশালটাইমসকে বলেন, রোববার সকালে তার এক সৎ ভাগ্নি তাদের বাড়িতে বেড়াতে আসেন। তাকে তারা আদর-আপ্যায়ন করেন। বিকালে ওই ভাগ্নি (তরুণী) নাসিরের ছেলেকে জামা কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান।

“আমাদের সন্দেহ হওয়ায় খুঁজতে গেলে স্থানীয় মোটরসাইকেল চালকরা জানান, সে একটি মোটরসাইকেল ভাড়া করে বরিশাল গেছে। এরপর জানতে পারি আমার এক বোনের দুই লাখ ৬২ হাজার টাকা খোয়া গেছে।”

এরপর তিনি সদর থানায় অভিযোগ দেন বলে জানান।

এসআই সিদ্দিকুর বলেন, তারা সঙ্গে সঙ্গে আশপাশের সব থানায় খবর পাঠান। রাতে পটুয়াখালী থানার পুলিশ তাকে শিশুসহ আটক করে।

“তার কাছ থেকে দুই লাখ ৬২ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।”

শিশুটিকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বরিশালটাইমসকে বলেন, থানায় আনার পর ওই ভাগ্নি অসুস্থ হয়ে পড়েন। তাকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু অপহরণ ও টাকা চুরির পৃথক দুটি মামলা হয়েছে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন