২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরগুনায় করোনার টিকা সংরক্ষণের দুটি ডিপ ফ্রিজে আগুন

Saidul Islam

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, ৩০ জুলাই ২০২১

বরগুনায় করোনার টিকা সংরক্ষণের দুটি ডিপ ফ্রিজে আগুন

নিজস্ব প্রতিবেদক, বরগুনা >> বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে করোনার টিকা সংরক্ষণের জন্য রাখা দুটি ডিপ ফ্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুড়ে যাওয়া ফ্রিজ দুটিতে কোনো টিকা ছিল না। শুক্রবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

বরগুনার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খোর্শেদ আলম বলেন, ‘সিভিল সার্জনের কার্যালয়ের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে এক পথচারী ফায়ার সার্ভিসে কল দেন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে করোনার টিকা সংরক্ষণের জন্য কার্যালয়ে থাকা দুটি ডিপ ফ্রিজ পুড়ে গেছে। তবে ফ্রিজে কোনো টিকা ছিল না। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, ‘অগ্নিকাণ্ডে করোনাভাইরাসের টিকা সংরক্ষণের জন্য রাখা দুটি ডিপ ফ্রিজ পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বের করা হবে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন