২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরগুনায় করোনা সন্দেহে আইসোলেশনে চিকিৎসক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৭ অপরাহ্ণ, ৩১ মার্চ ২০২০

বার্তা পরিবেক,বরগুনা  :: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদ মোরশেদ আল মামুনকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। সর্দি-কাশি ও জ্বর নিয়ে ওই চিকিৎসক গতকাল সোমবার বিকেল ৫টার দিকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদ মোরশেদ আল মামুন বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন। হঠাৎ তার সর্দি-কাশি ও জ্বর অনুভূত হলে তিনি নিজে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন।

বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন বলেন, ‘কুকুয়া ইউনিয়নের ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদ মোরশেদ সোমবার বিকেলে সর্দি-কাশি ও জ্বর নিয়ে বরগুনা আইসোলেশনে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে আমরা তাকে সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছি।’

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহীন খান মুঠোফোনে বলেন, ‘করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ডা. মাহমুদ মোরশেদ আইসোলেশনে ভর্তি হয়েছেন। তার নমুনা সংগ্রহ করে সোমবার বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন