২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরগুনায় কিশোর গ্যাং গ্রুপের হামলায় স্কুলছাত্র নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৪ অপরাহ্ণ, ২৬ মে ২০২০

নিজস্ব বার্তা পরিবেশক, বরগুনা:: বরগুনার সদর উপজেলায় পায়রা নদীর তীরে ঈদে বেড়াতে গিয়ে কিশোরদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার গোলবুনিয়া পর্যটন এলাকায় পায়রা নদীর তীরে তার ওপর হামলা করা হয়। গুরুতর আহত হৃদয় (১৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ মে) ভোরে মারা যায়।

হৃদয় বরগুনা পৌর শহরের চরকলোনী চাঁদশী সড়কের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। সে বরগুনা টেক্সটাইল ও ভোকেশনালে ইনস্টিটিউটে ১০ম শ্রেণিতে পড়তো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন বিকেল ৫টার দিকে নদীর তীরে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নয়ন গ্যাং গ্রুপের ১০/১২ জন হৃদয়ের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ মুঠোফোনে বরিশালটাইমসকে বলেন, এ ঘটনায় জড়িত কিশোরদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন