২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরগুনায় নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৬ অপরাহ্ণ, ১৫ জুন ২০১৯

বরগুনার বেতাগীতে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। শনিবার (১৫ জুন) বিকালে বেতাগীর বিষখালী নদীর ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত শহর রক্ষাবাঁধ ও বুড়ামজুমদার ইউনিয়নের বদনীখালী, কালিকাবাড়ি বন্দর পরিদর্শন করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম নদী ভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

প্রতিমন্ত্রীর পরিদর্শনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, পানিউন্নয়ন বোর্ডের মহা-পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান, বরিশাল জোনের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী, উপজেলার পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন