২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরগুনায় পানি ব্যবস্থাপনা সংগঠন বিষয়ক কর্মশালা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৭ অপরাহ্ণ, ১৬ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, বরগুনা:: পানি ব্যবস্থাপনা সংগঠন বিষয়ে “উপকূলীয় বেরিবাঁধ উন্নয়ন প্রকল্প” এর অধিনে বরগুনায় পানি উন্নয়ন বোর্ডের কর্মী ও বাস্তবায়নকারী উন্নয়ন সংগঠন সুশীলন কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন সংগঠন সুশীলনের আয়োজনে বরগুনার আরডিএফ মিলনায়তনে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এর আগে, ১৪ জানুয়ারি কর্মশালার উদ্বোধন করেন উপকূলীয় বেরিবাঁধ উন্নয়ন প্রকল্প প্রথম ধাপের প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাধায়ক প্রকৌশলী মো. আবদুল আউয়াল মিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সামিউল হক, উপকূলীয় বেরিবাঁধ উন্নয়ন প্রকল্প পরামর্শক গিয়াস উদ্দিন আহমেদ, পানি উন্নয়ন বোর্ড প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের সিনিয়র বনায়ন বিষেশজ্ঞ মো. আকবর হোসেন, উপকূলীয় বেরিবাঁধ উন্নয়ন প্রকল্পের আবাসিক প্রকৌশলী জি এম আকরাম হোসেন, বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার আলম ও উন্নয়ন সংগঠন সুশীলনের টিম লিডার মোস্তফা বকুলুজ্জামান প্রমুখ।

তিন দিনব্যাপী পানি উন্নয়ন সংগঠন ব্যবস্থপানা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় পানি উন্নয়ন বোর্ড, বনবিভাগ ও উন্নয়ন সংগঠন সুশীলনের ৩০জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন