২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরগুনা/ কুয়াশায় ট্রাক উল্টে খাদে, ৫ ঘণ্টা পর আটকেপড়া হেলপারকে উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৫ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি ২০২২

বরগুনা/ কুয়াশায় ট্রাক উল্টে খাদে, ৫ ঘণ্টা পর আটকেপড়া হেলপারকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরগুনায় ঘন কুয়াশায় সারবোঝাই একটি ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে আমতলী-কুয়াঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশায় ট্রাকটি আমতলী-কুয়াঘাটা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর চালক বেরিয়ে আসতে পারলেও হেলপার তোতা (১৫) ট্রাকের মধ্যে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের আমতলী ও পটুয়াখালীর দুটি ইউনিট একটানা ৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক তুহিন জানান, যশোরের নওয়াপাড়া থেকে ৪০০ বস্তা সার নিয়ে তারা পটুয়াখালীর গলাচিপা যাচ্ছিলেন। লেবুখালী ব্রিজ পেরিয়ে আসার পর তার ঘুমঘুম ভাব আসে। তিনি হেলপার তোতাকে চালকের আসনে বসিয়ে পাশে বসেছিলেন। এক পর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কুয়াঘাটা সড়কে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বরিশালটাইমসকে বলেন, ট্রাক দুর্ঘটনার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন