২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরগুনা/ পুইট্টা বরশিতে ধরা পড়েছে ৩২ কেজির পাঙ্গাস

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২৩ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরগুনা:: বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে পুঁটি মাছ ধরার বরশিতে ৩২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পরেছে। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর ৫টার দিকে উপজেলার পদ্মা গ্রামের কবির নামে এক জেলের বরশিতে এ মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির মাছটি ইউনুস নামে এক মাছ ব্যাবসায়ী পদ্মা সুইটঘাট বাজার থেকে পাইকারি কিনে পাথরঘাটা বাজারের এনে কেটে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করেছেন।

ইউনুস মিয়া সাংবাদিকদের জানান, কবির মিয়া বলেশ্বর নদীতে বরশি দিয়ে নিয়মিত মাছ ধরেন। তিনি রোববার রাত ৪টার দিকে নৌকা ট্রলারযোগে ছোট ছোট টেংরা মাছ ধরার জন্য পুঁটি মাছ ধরার জন্য ব্যবহৃত কোয়ার্টার ইঞ্চি সাইজের ১৬ নম্বর বরশি নদীতে ফেলে বাড়িতে চলে আসেন। পরে ভোর ৬টার দিকে বরশি ওঠাতে গিয়ে দেখেন এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়েছে। এটি ছাড়াও আরও অনেকগুলো ৫ থেকে ৭ কেজি ওজনের পাঙ্গাস ধরা পড়েছে।

মাছগুলো তিনি কবিরের কাছ থেকে ৭০ হাজার টাকায় কিনে এনেছেন। শুধুমাত্র বড় পাঙ্গাসটিরই দাম পড়েছে ২৯ হাজার টাকা। মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা বাজারে ভিড় করেছে।’

আব্দুল্লাহ মোনায়েম নামে মাছটির এক ক্রেতা সাংবাদিকদের বলেন, ‘নদীর পাঙ্গাস মাছ এমনিতেই সুস্বাধু, তার ওপরে বড় মাছ। সহজে এত বড় মাছ পাওয়া যায় না । তাই শখ করে ২ কেজি মাছ কিনেছি। বাড়িতে নিয়ে ছেলে-মেয়ে এবং বাবা-মাকে নিয়ে একবেলা খাব।’

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন