২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালেও ডেঙ্গু জ্বরের আবির্ভাব, সাতদিনে আক্রান্ত ৮

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, ২৪ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজধানী ঢাকার পরে বরিশালেও দেখা দিয়েছে ডেঙ্গু জ্বর আতঙ্ক। গত এক সপ্তাহে নারী পুরুষসহ কয়েকজন এই রোগে আক্রান্ত হওয়ার খবর আতঙ্ক বাড়িয়ে দিয়েছে জনমনে। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে জ্বরে আক্রান্ত হলে দেরি না করে দ্রুত হাসপাতালে ভর্তি হতে। নতুবা বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিতে।

এদিকে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষও ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষায় মাঠে নেমেছে। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষ থেকে নগরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে মশা নিধনে তৎপরতা শুরু করেছে। যদিও সিটি কর্পোরেশনের মশক নিধন ওষুধ কোন কাজে আসছে না বলে অভিযোগ অনেকের।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে জানা গেছে, এ গত এক সপ্তাহে আট জন নারী পুরুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাদের বরিশাল সদরের তাজুল ইসলাম (২৩), বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার মোয়াজ্জেম রুবেল (২৭), ১৯ জুলাই বরিশালের গৌরনদী উপজেলার ফোরকান (১৯), বানারীপাড়ার গিয়াস উদ্দিন (৩০) গত ২১ জুলাই ভর্তি হন। এছাড়া বরিশাল শহরের কাউনিয়া এলাকার মেজবাহ উদ্দিন (২২), বরিশাল নার্সিং কলেজের আফনান আশরাফি (২০), বাকেরগঞ্জ উপজেলার আরিফুল (৪৮) এবং পিরোজপুরের নাজিরপুরের অরুন সুতার (২৮) গত এর আগে ১৬ জুলাই ভর্তি হয়েছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, এখন পর্যন্ত আটজন রোগীকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে দু’জন এরইমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ৬জন এখনও চিকিৎসাধীন।

জ্বর হলে ঘরে বসে ওষুধ সেবন না করে চিকিৎসকের পরামর্শ নিন বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে সরাসরি স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন শেবাচিম পরিচালক।

বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, মশক নিধনের জন্য বর্তমান মেয়র বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। যার অংশ হিসেবে নিয়মিত মশক নিধনের ওষুধ সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি নগরের জনসাধারণকে ডেঙ্গুর বিষয়ে সচেতন করার পাশাপাশি নগর পরিষ্কার রাখার কাজও চলছে।

এছাড়া আগামী ২৫ থেকে ৩১ জুলাই সারাদেশের সঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করা হবে।’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
রাজধানী ঢাকার পরে বরিশালেও দেখা দিয়েছে ডেঙ্গু জ্বর আতঙ্ক। গত এক সপ্তাহে নারী পুরুষসহ কয়েকজন এই রোগে আক্রান্ত হওয়ার খবর আতঙ্ক বাড়িয়ে দিয়েছে জনমনে। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে জ্বরে আক্রান্ত হলে দেরি না করে দ্রুত হাসপাতালে ভর্তি হতে। নতুবা বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিতে।

এদিকে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষও ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষায় মাঠে নেমেছে। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষ থেকে নগরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে মশা নিধনে তৎপরতা শুরু করেছে। যদিও সিটি কর্পোরেশনের মশক নিধন ওষুধ কোন কাজে আসছে না বলে অভিযোগ অনেকের।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে জানা গেছে, এ গত এক সপ্তাহে আট জন নারী পুরুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাদের বরিশাল সদরের তাজুল ইসলাম (২৩), বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার মোয়াজ্জেম রুবেল (২৭), ১৯ জুলাই বরিশালের গৌরনদী উপজেলার ফোরকান (১৯), বানারীপাড়ার গিয়াস উদ্দিন (৩০) গত ২১ জুলাই ভর্তি হন। এছাড়া বরিশাল শহরের কাউনিয়া এলাকার মেজবাহ উদ্দিন (২২), বরিশাল নার্সিং কলেজের আফনান আশরাফি (২০), বাকেরগঞ্জ উপজেলার আরিফুল (৪৮) এবং পিরোজপুরের নাজিরপুরের অরুন সুতার (২৮) গত এর আগে ১৬ জুলাই ভর্তি হয়েছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, এখন পর্যন্ত আটজন রোগীকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে দু’জন এরইমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ৬জন এখনও চিকিৎসাধীন।

জ্বর হলে ঘরে বসে ওষুধ সেবন না করে চিকিৎসকের পরামর্শ নিন বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে সরাসরি স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন শেবাচিম পরিচালক।

বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, মশক নিধনের জন্য বর্তমান মেয়র বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। যার অংশ হিসেবে নিয়মিত মশক নিধনের ওষুধ সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি নগরের জনসাধারণকে ডেঙ্গুর বিষয়ে সচেতন করার পাশাপাশি নগর পরিষ্কার রাখার কাজও চলছে।

এছাড়া আগামী ২৫ থেকে ৩১ জুলাই সারাদেশের সঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করা হবে।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন