২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালের ৬ টি সংসদীয় আসনে লড়ছেন যারা…

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১৩ অপরাহ্ণ, ১০ ডিসেম্বর ২০১৮

বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেয়া ৫২ জনের মধ্যে শেষমেশ টিকে গেলেন ৩৮ প্রার্থী। রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিকেল পর্যন্ত বরিশালের রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) এসএম অজিয়র রহমানের কাছে ১১ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ৩৮ জন প্রার্থী শেষ পর্যন্ত সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে মনোনয়নপত্র জমা দেয়া ৫২ জনের মধ্যে যাচাই-বাছাই ও আপিলে বাদ পড়েন ৩ প্রার্থী।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে প্রার্থী রয়েছেন ৪ জন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ, বিএনপির এম. জহিরউদ্দিন স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাসেল সরদার ও জাকের পার্টির মো. বাদশা মিয়া।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ৩ জনের মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রার্থী রয়েছেন ৭ জন। তারা হলেন, আওয়ামী লীগের মো. শাহে আলম, বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, জাতীয় পার্টির মো. মাসুদ পারভেজ সোহেল রানা, স্বতন্ত্র (জাসদ-আম্বিয়া) মো. আনিছুজ্জামান, ওয়ার্কার্স পার্টির মো. জহুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নেছারউদ্দিন ও এনপিপির সাহেব আলী।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির একজনের প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৬ জন। তারা হলেন, বিএনপির অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান, স্বতন্ত্র (যুবমৈত্রী) আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সিরাজুল ইসলাম ও বিকল্পধারা বাংলাদেশের মো. এনায়েত কবির।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগগঞ্জ) আসনে একজনের মনোনয়ন প্রত্যাহারের পর প্রার্থী রয়েছেন ৭ জন। তারা হলেন আওয়ামী লীগের পংকজ দেবনাথ, বিএনপির (নাগরিক ঐক্য) জেএম নুরুর রহমান জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মো. নুরুল কারিম, ইসলামী ঐক্যজোটের সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের রুহুল আমীন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এনামুল হক এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহবুবুল আলম।

বরিশাল-৫ আসনে একজনের মনোনয়ন প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৭ জন। তারা হলেন, আওয়ামী লীগের কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বিএনপির অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, জাতীয় পার্টির অ্যাডভোকেট একেএম মুর্তজা আবেদীন, বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) এইচএম মাসুম বিল্লাহ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অধ্যাপক আবদুস সাত্তার এবং এনপিপির শামীমা নাসরিন।

বরিশাল-৬ আসনে গণফোরামের ২ জন এবং বিএনপির একজনসহ ৩ জনের মনোনয়ন প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৭ জন। তারা হলেন, জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না আমীন, বিএনপির আবুল হোসেন খান, জাতীয় পার্টির-জেপি খন্দকার মাহতাব উদ্দিন, জাসদ-ইনু মো. মোহসীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম আল-আমিন, জেএসডির একেএম নুরুল ইসলাম এবং স্বতন্ত্র মো. আলী তালুকদার ফারুক।

এদিকে, বরিশাল-২ ও বরিশাল-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী থাকার পরও মাঠে রয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মাসুদ পারভেজ সোহেল রানা এবং গোলাম কিবরিয়া টিপু। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। এই দুটি আসনে নৌকা প্রতীকের পাশাপাশি লাঙ্গল প্রতীকের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বলে জানিয়েছেন জেলা জাতীয় পার্টির প্রার্থীরা।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন- বরিশালের ৬টি আসনে বিএনপির ২ জন করে প্রার্থী ছিলেন। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ জন প্রার্থী দলের চূড়ান্ত মনোনয়নপত্র জমা দেন। এর ফলে ৬টি আসনে বিএনপির অপর ৬ জন প্রার্থীর প্রার্থিতা বিধি মোতাবেক প্রত্যাহার হয়ে গেছে। সব মিলিয়ে বরিশালের ৬টি আসনে মোট ১১জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন