২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে অপ্রয়োজনে কেউ বের হলে গ্রেপ্তার: পুলিশ কমিশনার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৯ অপরাহ্ণ, ০৬ এপ্রিল ২০২০

লাবন্য ইসলাম :: অপ্রয়োজনে কাউকে ঘরের বাইরে পাওয়া গেলে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

এছাড়াও বিএমপি পুলিশের পক্ষ থেকে সোমবার (০৬ এপ্রিল) জানানো হয়, করোনা প্রতিরোধে ইতিমধ্যে বিএমপি কর্তৃক সচেতনতামূলক বহু প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে। অপ্রয়োজনে ঘরের বাইরে যেতে নিষেধসহ সরকারি সব নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও জানানো হয়- সরকারি সিদ্ধান্ত মোতাবেক যে দোকানগুলো খোলা রাখার কথা রয়েছে শুধুমাত্র ওষুধ বা মেডিক্যাল সার্ভিস ছাড়া সব দোকান এমনকি খাবারের দোকান, কাঁচা বাজারের দোকান, মুদি দোকান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। পাড়া-মহল্লার দোকানগুলো সকাল থেকে দুপুর দুটোর মধ্যে বন্ধ করতে হবে। অপ্রয়োজনে কেউ যেন ঘরের বাইরে বের না হয়।

এ নির্দেশ অমান্য করলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন