২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে অসহায় দুস্থ মানুষের মাঝে পুনকের ত্রাণ বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৭ অপরাহ্ণ, ১৯ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: করোনা দুর্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নারী কল্যাণ সমিতি (পুনাক)। বরিশাল পুলিশ লাইন্সে পুনাকের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের সামনে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি পুনাকের সভানেত্রী সভানেত্রী ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খানপত্নী আফরোজা পারভীন বলেন- ‘পুনাক’ সবসময়ই সুবিধা বঞ্চিত নারীদের পাশে আছে, থাকবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- পুনাক বিএমপির সাধারণ সম্পাদিকা দিলরুবা আলম, দপ্তর সম্পাদিকা প্রকৌশলী নিশাত নাজ সিদ্দিক, উৎপাদন সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা এবং পুনাক সদস্য তাহমিনা এনি।

আরও উপস্থিত ছিলেন- বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা এবং সহকারী কমিশনার মো. মাসুদ রানা প্রমুখ।

ত্রাণ বিতরণ শেষে নগরের রুপাতলী এলাকায় নির্মাণাধীন বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেন পুনাকের সভানেত্রী আফরোজা পারভীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এবং উপ-কমিশনার খান মুহাম্মদ আবু নাসের প্রমুখ।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন