২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে আইন পরীক্ষায় বেআইনী কাজ, বহিস্কার ২৫

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩৪ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে ল’ (আইন) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ২৫ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রে শনিবার ‘চুক্তি ও টর্ট আইন’ বিষয়ক ল’ প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষায় বেআইনী কাজ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

বহিস্কারাদেশের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, শনিবার ল’ প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষায় চুক্তি ও টর্ট আইন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। বরিশাল সরকারি ব্রজমোহন (বি এম) কলেজ কেন্দ্রে বিভিন্ন হলে অনুষ্ঠিত এ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ওই ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন