২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে আকস্মিক ভূমিকম্পন, আতঙ্কগ্রস্ত নগরবাসী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, ০৮ নভেম্বর ২০১৭

বরিশালসহ সারা দেশে বুধবার ভূকম্পন অনুভূত হয়েছে। বেলা ১১টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭। এটি তাদের কেন্দ্রীয় অফিসের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে।

তবে এই ভূমিকম্পে বরিশালে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও শহরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল।

বিষয়টি বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস বরিশালটাইমসকে নিশ্চিত করেছে।’

এছাড়া ভারতের আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে- ভারতীয় সময় ১০টা ২০ মিনিট ৫২ সেকেন্ড, অর্থাৎ, বাংলাদেশের সময় ১০টা ৫০ মিনিট ৫২ সেকেন্ডের দিকে ভূকম্পন অনুভূত হয়। এটি ছিল মৃদু ভূকম্পন।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। গভীরতা ৩৩ কিলোমিটার।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন