২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে আন্তর্জাতিক দাবা রেটিং প্রতিযোগিতা শুরু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৪ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে ৬ দিনব্যাপী ১২তম অমৃত লাল দে আন্তর্জাতিক দাবা রেটিং প্রতিযোগিতা-২০২০ শুরু হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় বরিশাল চেস ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় মোট ৬০ জন দাবারু অংশগ্রহণ করছেন।

রবিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর রায় রোডের আব্দুল খালেক খান পাঠাগার মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বরিশাল চেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি বিজয় কৃষ্ণ দে।

প্রতিযোগিতায় দুজন আন্তর্জাতিক মাস্টার রয়েছেন। তারা হলেন আবু সুফিয়ান শাকিল ও মিনহাজ উদ্দিন সাগর।

অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল জানান, এবারের প্রতিযোগিতার মধ্য দিয়ে বরিশালে নতুন বেশ কিছু দাবা খেলোয়াড় সৃষ্টি হবে, পাশাপাশি রেটিংও হবে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন