২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১৮ অপরাহ্ণ, ২৪ মার্চ ২০১৯

নিজস্ব প্রতিবেদক :: ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দু’জনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মাউল তলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোটকেন্দ্রে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন ঢালীর আনারস প্রতীকের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেনের কর্মী পলাশ (২৫) ও মাসুম বিল্লাহকে (৩৫) হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

তবে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, ভোটকেন্দ্রের বাইরে রাস্তায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। কিন্তু কেউ কোন অভিযোগ করেনি। তা ছাড়া খোঁজ নিয়েও জেনেছি তেমন কোন বড় ঘটনা ঘটেনি।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন