১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে আসার পথে ১১০০ যাত্রীসহ ৪ ট্রলার আটক, অতঃপর…

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২২ পূর্বাহ্ণ, ১২ মে ২০২১

বরিশালে আসার পথে ১১০০ যাত্রীসহ ৪ ট্রলার আটক, অতঃপর…

নিজস্ব প্রতিবেদ, বরিশাল >> বরিশালে আসার পথে চারটি নৌযানসহ প্রায় ১১০০ যাত্রীকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ। পরে তাদের ফেরত পাঠানো হয়। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১২টায় শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

নৌ-পুলিশ সূত্র জানায়, মরণঘাতী করোনাভাইরাসের প্রকোপে সারাদেশে লকডাউন ঘোষণা করা হলেও ঈদে ঘরমুখো মানুষকে থামানো সম্ভব হচ্ছে না। তারা অতিরিক্ত ভাড়ায় বাল্কহেডসহ বিভিন্ন নৌযানে করে বাড়িতে যাচ্ছেন, এমন অভিযোগে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ অভিযান শুরু করে।

নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ডেমরা, সারুলিয়া ও রূপগঞ্জ হতে যাত্রী নিয়ে নৌযানগুলো বরিশাল ও হিজলার উদ্দেশে রওনা দেয়। মঙ্গলবার রাত ১২টায় শীতলক্ষ্যা নদী থেকে বাল্কহেডসহ চারটি নৌযান জব্দ করা হয়। আর চালকদের সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন