২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে ঈদের জামাতের পূর্বমুহূর্তে ভেঙে পড়ল মসজিদের সিলিং

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৬ অপরাহ্ণ, ০১ আগস্ট ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীর চকবাজার এলাকার একটি মসজিদে ঈদের নামাজের পূর্বমুহূর্তে ছাদের সিলিং ভেঙে পড়ে। শনিবার সকালে এবাদুল্লাহ জামে মসজিদের এই ঘটনায় মুসল্লিদের মধ্যে আতঙ্ক করে। পরে ইমাম ভুমিকা রেখে পরিস্থিতি শান্ত করেন এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই জামাত শেষ করেন। অবশ্য এর আগেই চকবাজারের ওই মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী মুসুল্লিরা জানান, চকবাজার এবায়দুল্লাহ জামে মসজিদে সকাল ৮টায়, ৯টায় এবং ১০টায় ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাত শুরুর পূর্ব মুহূর্তে মসজিদের তৃতীয় তলার ছাদের একটি বড় অংশের সিলিং ভেঙে পড়ে। এতে কোনো হতাহত না হলেও বিকট আওয়াজ হওয়ায় তৃতীয় জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এসময় দায়িত্বরত ইমাম বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক মাইকে ছাদের সিলিং ভেঙে পড়ার বিষয়টি মুসল্লিদের অবহিত করলে পরিস্থিতি শান্ত হয়। পরে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।’

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন