২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে বেপরোয়া গাড়ি চালিয়ে জনরোষে চালক, ভাঙল প্রাইভেটকার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২২ পূর্বাহ্ণ, ১৭ আগস্ট ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীতে বেপরোয়া গাড়ি চালিয়ে জনতার রোষে পড়েছেন আরাফ আকন (২০) নামে এক যুবক। শহরের বান্দরোডে এক ব্যক্তিকে চাপা দেওয়া তাকে বেধম পিটুনি দিয়ে প্রাইভেটকারটিকে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। পরবর্তীতে তাকে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের মহিলা ক্লাবের সামনে রাজা বাহাদুর সড়কে।

আটক প্রাইভেটকার চালক আরাফ শহরের ১১ নম্বর ওয়ার্ডের চরেরবাড়ি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়- প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে শহরের এলজিউডি অফিসের সামনে বান্দরোড দিয়ে যাওয়ার প্রাক্কালে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ওই পথচারী ব্যক্তি পড়ে গেলে প্রাইভেটকারটি গিয়ে ‌দ্রুত ত্যাগ করতে মরিয়া হয়ে ওঠেন চালক আরাফ আকন। ওই স্থানীয়রা তাকে আটকনোর চেষ্টা করলে সে বেপরোয়া গতিতে বঙ্গবন্ধু উদ্যানের সামনের সড়কটি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন স্থানীয়রা প্রাইভেটকারটিকে ধাওয়া দিয়ে শহরের মহিলা ক্লাবের সামনে রাজা বাহাদুর সড়কে আটকে ভাঙচুর করে। এসময় বিক্ষুব্ধ জনতা একপর্যায়ে চালক আরাফ আকনকেও গণপিটুনি দেয়।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের দুটি টিম সেখানে ছুটে গেলে পরবর্তীতে চালককে তাদের হাতে তুলে দেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, এই ঘটনায় একটি মামলা প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চালকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন