বরিশালে এক কেজি গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২
রিপন রানা বরিশাল/// বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানাধীন স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ শহিদুল ইসলাম ও কোতয়ালী থানার, এস আই আহসান উল্লাহ্ নেতৃত্বে এক কেজি গাঁজা বিশ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত দশটা ত্রিশ মিনিট সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। স্টিমারঘাট পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারেন এক মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে নগরীতে প্রবেশ করতে আছেন।
এমন তথ্য সুত্রে এসআই মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে,এএসআই আকিব উল্লাহ, এএসআই মাহবুবুর রহমান,এটিএসআই জাঈদুর রহমান, এটিএসআই জাকির হোসেনসহ স্টীমারঘাট পুলিশ ফাঁড়ি’র একটি টিম অভিযান পরিচালনা করেন।
এসময় নগরীর ১২ নং ওয়ার্ড আমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে আরিফ নামে এক যুবককে সন্দেহ জনক তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধার ও আসামিকে আটক করতে সক্ষম হয়।
আটক মাদক কারবারি হলেন, ১০ নং ওয়ার্ড (কেডিসি) হিরন নগরীর বাসিন্দা মৃত কাসেম খন্দকারের ছেলে মোঃ আরিফ খন্দকার (৩৮)। তিনি কেডিসি বালুর মাঠ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
এছাড়াও কোতয়ালী থানার এস আই আহসান উল্লাহ্ নেতৃত্বে, এস আই রাকিব হোসেন, এ এস আই সাইফুল ইসলাম, এ এস আই মিজানসহ সংগীয় ফোর্স সাগরদী বাজারে অভিযান চালিয়ে বিশ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেন।
আটককৃত মাদক কারবারি হলেন, মোঃ খোকন খলিফা(৩৫) পিতা মৃত ওয়াজেদ আলী খলিফা,গৌরনদী বাটাজজোর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
বরিশালের খবর, বিভাগের খবর