২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে ‘এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’ শীর্ষক আলোচনা সভা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৪ অপরাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি ২০২০

বরিশাল:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল নগরীর বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা ১২টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প বলে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন।
বক্তারা শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছে। শিক্ষার্থীদের সঠিক শিক্ষাগ্রহণ করে স্বাধীনতার ইতিহাস জানতে হবে। শিক্ষার মাধ্যমে দেশ প্রেম মায়া মমতা গড়ে ওঠে। মানসম্মত শিক্ষাগ্রহণ করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

পরে মুক্তিযুদ্ধের গল্প বলা, চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন