২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে করোনার লক্ষণ নিয়ে ২ জনের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৭ অপরাহ্ণ, ৩০ মে ২০২০

নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনার লক্ষণ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।

মৃত রোগীদের মধ্যে ৪৫ বয়সী একজনের বাড়ি মুলাদী পৌরসভার ৭নং ওয়ার্ডে। তিনি শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ভর্তি হন এবং শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মারা যান।

এ ছাড়া অপর ৬০ বছর বয়সী মৃত রোগীর বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলশকাঠি গ্রামে। তিনি শনিবার সকাল ১০টায় ভর্তি হন এবং দুপুর সাড়ে ১২টায় মারা যান।

এ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা যান ৩১ জন। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।

এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৩ জন রোগী। এর মধ্যে ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়।

হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন বিষয়টি মুঠোফোনে বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন