২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২০ অপরাহ্ণ, ১২ এপ্রিল ২০২১

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালে মারণঘাতী করোনাভাইরাস আক্রান্তে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে আরও ১১৫ জন। এ নিয়ে বিভাগটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২২৫। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনজন ও আইসোলেশন ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভোলা শহরের উকিলপাড়া এলাকার হুমায়ুন কবির (৫০) এবং পিরোজপুরের নাজিরপুর এলাকার ধীরেন হালদার (৬০) নামের এই দুই ব্যক্তি গত ২৪ ঘণ্টায় মারা গেছেন।

বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

এই কর্মকর্তা জানান, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে সংক্রমণের হার কম থাকলেও দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার উর্ধ্বমুখী। এ অবস্থায় শুধু করোনার টিকা গ্রহণ করলেই চলবে না স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভোলা জেলায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বরিশাল জেলায় ৩১ জন, ঝালকাঠিতে ২২ জন, পটুয়াখালীতে ১৫ জন, পিরোজপুরে ১২ জন ও বরগুনায় তিন জনের করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এ নিয়ে গত এক বছরে বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬৩০ জন। এরমধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছেন বরিশাল জেলায় পাঁচ হাজার ৭৫০ জন, এরপর পটুয়াখালীতে এক হাজার ৯২৫ জন, পিরোজপুরে এক হাজার ৩৯৪ জন, ভোলা এক হাজার ৩৮৯ জন, বরগুনায় এক হাজার ১৩১ জন এবং ঝালকাঠিতে এক হাজার ৪১ জন।

সূত্রটি আরও জানায়, বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায়। এ বিভাগে করোনায় ২২৫ জনের মৃত্যু হলেও তার মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৯৫ জন। এরপর পটুয়াখালীতে ৪৬ জন, পিরোজপুরে ২৮ জন, বরগুনায় ২২ জন, ঝালকাঠিতে ২০ জন এবং ভোলায় ১৪ জন।

উল্লেখ করা যেতে পারে, বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ নারায়ণগঞ্জ ফেরত পটুয়াখালীর এক শ্রমিকের করোনা শনাক্ত হয়।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন