২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে করোনা আক্রান্ত পুলিশের এসআই’র মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৫ অপরাহ্ণ, ০৭ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মীর ফারুক মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

মঙ্গলবার (০৭ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। তিনি বরিশালের পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাউরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

তথ্য নিশ্চিত করে বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, এসআই মীর ফারুক জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। গত ৫ জুলাই তিনি করোনায় আক্রান্ত হন। ওই দিনই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে পুলিশের এই কর্মকর্তার মৃত্যুতে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম- বিপিএম (বার), পিপিএম, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম- বিপিএম গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন