১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের এসপির ঈদ উপহার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৩ অপরাহ্ণ, ২৫ মে ২০২০

নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশালে করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের ঈদ উপহার দিয়েছেন এসপি। ঈদের দিন সোমবার সকালে উপহার সামগ্রী বরিশাল বিভাগীয় হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন পুলিশের অন্তত ১৮ সম্মুখযোদ্ধার হাতে এসপি সাইফুল ইসলামের উপহার সামগ্রী তুলে দেয়া হয়। প্রাণঘাতী করোনা মহামারিতে ওই সব পুলিশ সদস্যরা কর্মস্থলে ভুমিকা রাখতে গিয়ে আক্রান্ত হয়েছেন। জেলা পুলিশ সুপারের ঈদ শুভেচ্ছা ও উপহার আক্রান্ত পুলিশ সদস্যে অভিভুত করেছে।

জেলা পুলিশ সূত্র জানায়- মারণঘাতী করোনাভাইরাসে বরিশালে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের ত্রিশজনের বেশি সদস্য আক্রান্ত হয়েছেন। বিভাগীয় পুলিশ হাসপাতালের তাদের মধ্যে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। ঈদ-উল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে সেখানে চিকিৎসাধীন প্রত্যেক সদস্যকে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম উপহারস্বরুপ ফল পাঠিয়েছেন।

পুলিশ হাসপাতালের একটি সূত্র জানায়- ঈদের জামাতের পরেই জেলা পুলিশ সুপারের উপহার সামগ্রী সম্মুখ করোনাযোদ্ধা অর্থাৎ পুলিশ সদস্যদের মাঝে বিতরণের লক্ষে পৌঁছে দেওয়া হয়। পরবর্তীতে সেগুলো চিকিৎসাধীন প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার তরফে আসা উপহার পুলিশ সদস্যদের পুলকিত করেছে।

পুলিশের দায়িত্বশীল মহলের মনে করছে- এসপির এমন উদ্যোগ দুর্যোগকালীন আক্রান্ত পুলিশ সদস্যদের মনবল বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে উৎসাহিত করবেন।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন