১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে কৃষকদের থেকে ধান সংগ্রহের লক্ষ্যে অনলাইন লটারি অনুষ্ঠিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৭ অপরাহ্ণ, ২৮ মে ২০২০

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকারের ধান সংগ্রহের লক্ষ্যে অনলাইন লটারি অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল সদর উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যে নিবন্ধনকৃত ৭০৩ জন কৃষকের মধ্য থেকে অনলাইন লটারীর মাধ্যমে আজ বৃহস্পতিবার ৪৮২ জন যোগ্য কৃষক নির্বাচিত করা হয়।
বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়ন এবং সিটি করপোরেশন এলাকার নির্বাচিত ৪৮২জন কৃষকের কাছ থেকে এবার বোরো মৌসুমে ৫৫৪টন ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ।

আজ সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হল রুমে লটারীর সময় উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, কৃষি কর্মকর্তা মো. তৌহিদ এবং উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়াজ মাখদুমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, নির্বাচিত ৪৮২জন কৃষকের মধ্যে ৩৭২জন প্রান্তিক ক্ষুদ্র কৃষক, ১০৩জন মধ্যম এবং ৭জন আদর্শ কৃষক।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন