১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে খুন, পলাতক খুনিকে ৩ বছর পরে ধরল র‌্যাব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৪ অপরাহ্ণ, ২১ নভেম্বর ২০১৯

মাহাদী হাসান, বরিশাল:: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলোচিত সুজন কাজী হত্যা মামলার আসামি জুলহাস প্যাদাকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাজধানীর সায়েদাবাদ জনপথের মোড় থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি টিম। প্রায় তিন বছরের বেশি সময় পরে তাকে গ্রেপ্তার করা হল।

জুলহাস প্যাদা মেহেন্দিগঞ্জ উপজেলার লাল মিয়া প্যাদার ছেলে।

বরিশাল র‌্যাব অফিস সূত্র জানায়- ২০১৫ সালের ১৮ মার্চ উপজেলার দড়িরচর খাজুরিয়া গ্রামের বাসিন্দা রতন কাজীর ছেলে মো. সুজন কাজীকে খুন হন। এই ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। সেই মামলার আসামি জুলহাস প্যাদা দীর্ঘ ৩ বছর রাজধানীতে আত্মগোপনে ছিলেন। এছাড়াও তার বিভিন্ন থানায় ডাকাতি, খুন, অস্ত্র, গুরুতর জখম ও চুরির মামলাসহ ৬ টি মামলা চলমান রয়েছে। এবং ৩ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।

বুধবার তার অবস্থান নিশ্চিত হয়ে একটি টিম সায়েদাবাদে অভিযান চালিয়ে জুলহাসকে গ্রেপ্তার করে। পরে তাকে বরিশালে নিয়ে এসে উল্লেখিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন