১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে ছাত্রফ্রন্টের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪২ অপরাহ্ণ, ২১ জানুয়ারি ২০১৯

বরিশালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সন্তু সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, ইলিয়াস ইরান, আব্দুল্লাহ খান তপু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক সাগর দাস আকাশ প্রমুখ।

এ সময় বক্তারা সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেক্যুলার একই পদ্ধতির শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রের নেওয়া, অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা, ভূমিহীন-বস্তিবাসী মানুষের সন্তানদের স্কুল কলেজের বেতন মওকুফ করা এবং বিএম কলেজের টেনিস কোর্ট অপসারণ করে বোটানিক্যাল গার্ডেন সংরক্ষণের দাবি জানান।

পরে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরের ফকির বাড়ি গিয়ে শেষ হয়।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন