২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে ডেঙ্গুজ্বর আক্রান্ত যুবকের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৩৫ অপরাহ্ণ, ২২ আগস্ট ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মনির হোসেন (৩৪) নামের এক যুবকের মারা গেছেন। বুধবার মধ্যরাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

মনির হোসেনের মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রুকুন্দি গ্রামের মৃত শাহজাহান মৃধার ছেলে। এ নিয়ে শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে ৬জন এবং বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বরিশালটাইমসকে জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় মনির হোসেন ১৮ আগস্ট হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। বুধবার তাঁর অবস্থার আরও অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন আছেন ১৬৩ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১ জন।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন