২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে পুলিশ ফাঁড়ির পাশে মাদক বিক্রেতা ও ব্যবসায়ী সংঘর্ষে আহত ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

বরিশাল শহরের নতুন বাজার এলাকায় মাদক বিক্রয়কে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী ও মাদক বিক্রেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাজারের তিন ব্যবসায়ী হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বরিশাল শহরের নতুন বাজার ফাঁড়ি লাগোয়া বাজার বস্তিতে।

কিন্তু বিস্ময়কর বিষয় হচ্ছে- এই বিষয়টি সম্পর্কে ফাঁড়ি পুলিশ আদৌ অবহিত নয় বলে জানিয়েছেন সেখানকার ইনচার্জ টিএসআই শরিফুল ইসলাম।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফ (৩১), তারেক (৩৪), সাগর (২৩), রাজিব (৩১), ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তসলিম ও সাধারণ সম্পাদক আকাশ মাদক বিক্রিতে বাজারের ব্যবসায়ীদেরও প্রস্তাব দেয়। কিন্তু এতে তারা রাজি না হওয়ায় উভয়ের মধ্যে গতকাল বেলা ১২টার দিকে বাকবিতন্ডা থেকে সংঘর্ষ হয়।

এতে মিরাজ (২৫) আরিফ (২২) এবং পান্না (২০) গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে তাদের শোবাচিমে ভর্তি করা হয়।

আহতরা সকলে বাজারের ব্যবসায়ী ও নতুন বাজার বস্তির বাসিন্দা বলে জানা গেছে।

এই সংঘর্ষের প্রাক্কালে ফাঁড়ি পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দৌড়ঝাপ করেছিল। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে কাউকে আটক করেনি।

এই বিষয়ে জানতে ফাঁড়ির ইনচার্জ টিএসআই শরিফুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।

এদিকে এই ঘটনায় উভয় গ্রুপের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।’’

12 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন