২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে বিএনপি জামায়াতের ১৪ নেতাকর্মী জেলহাজতে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, ২৩ জানুয়ারি ২০১৯

বরিশালে আওয়ামী লীগ কর্মীর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি জামায়াতের ১৪ নেতাকর্মীকে জেলে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষে বুধবার (২৩ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাপ্রাপ্ত নেতা-কর্মীরা হলেন- আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের রহিম হাওলাদার, সেরালের নয়ন মৃধা, রত্নাপুরের ইসমাইল হাওলাদার, ছয়গ্রামের মনির হোসেন, দত্তেরাবাদ গ্রামের মহিউদ্দিন হাওলাদার, পশ্চিম সুজনকাঠী গ্রামের মহিদুল মোল্লা, সিয়াম মোল্লা, ফিরোজ মোল্লা, সরল মোল্লা, মিলন মোল্লা, বাকাল গ্রামের সানিয়াদ, জাহিদ মোল্লা, বারপাইকা গ্রামের ফিরোজ শাহ, মধ্যশিহিপাশা গ্রামের জয় মোল্লা ও ফুলশ্রী গ্রামের জাকির পাইক।

মামালার এজাহার সূত্রে জানা গেছে- ২০১৮ সালের ৩১ অক্টোবর রাত পৌনে ১১টার সময় উল্লেখিত আসামিরাসহ আরও ৫৫ জন এজাহারনামীয় আসামি আগৈলঝাড়া-বাসাইলিগামী সড়কে সরকারি রাস্তার ওপর গাছ ফেলে জনসাধারণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির লক্ষ্যে বৈঠক করে।

এ সময় আওয়ামী লীগ কর্মী সাইদুল সরদার ওই স্থানে উপস্থিত হলে তার ওপর আক্রমনের চেষ্টা চালায় তার। কয়েকটি হাতবোমা বিস্ফোরণ করে। পরে পুলিশ এসে হাতবোমাস কয়েকজনকে আটক করে।

এই ঘটনায় সাইদুল সরদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নামধারী ৫৫ জনসহ অজ্ঞাত অসংখ্য আসামির বিরুদ্ধে মামলা করেন।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন