২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে মাদক ও সন্ত্রাস রোধে নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫২ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০১৯

বরিশালে নাগরিকদের কাছে গৃহকর্মী, ড্রাইভারদের তথ্যসহ ১৭টি তথ্য চেয়েছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

সকাল সাড়ে ১০টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র‍্যালীর।

পরে বরিশালের অশ্বিনীকুমার হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশালের পুলিশ কমিশনার,অতিরিক্ত পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন বক্তৃতা করেন।

বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার জন্য পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নাগরিকদের তথ্য নিবন্ধন সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এ সময় নাগরিকদের তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করেন তিনি।

তথ্য নিবন্ধন সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন