২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে মাস্কবিহীন ঘোরাঘুরি: অর্ধশত ব্যক্তিকে জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০১ অপরাহ্ণ, ২৬ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীতে মাস্ক ব্যবহার না করায় ৫৩ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ হেলালউদ্দিন এবং নিরূপম মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

বরিশাল জেলা প্রশাসন সূত্র জানায়, শীতে করোনার দ্বিতীয় ওয়েভ ঠেকাতে সরকার সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এই নিয়ম কার্যকরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত নগরীর সদর রোড ও হাসপাতাল রোড এবং নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন মোট ৫৩ জনকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন। জনস্বার্থে এই অভিযান চলবে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন