১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

‘মা’ ইলিশ শিকারকালে আটকের পরে তাদের দাবি সাংবাদিক!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৯ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০১৯

নিজস্ব বার্তা পরিবেশক:: নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের নদীতে ‘মা’ ইলিশ নিধনের অপরাধে ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে কোস্টগার্ড বগুড়া জাহাজের একটি টিম কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ‘মা’ ইলিশ ও বিপুল পরিমাণ কারেন্ট জালও উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে- আটকের পরে তারা নিজেদেরকে সাংবাদিক এবং মানবাধিকার কর্মী দাবি করে বিভিন্ন পত্র-পত্রিকার আইডি কার্ড প্রদর্শ করেন।

বরিশাল মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বরিশালটাইমসকে জানান, সকারের দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি ট্রলারযোগে কীর্তনখোলা নদীতে ইলিশ শিকারের খবর পেয়ে কোস্টগার্ড বগুড়া জাহাজের ইনচার্জ রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম অভিযান করে ১০ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি ‘মা’ ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট উদ্ধার করা হয়েছে। পরে তাদের আটক করে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন