২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০০ কেজি জাটকা উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১৩ অপরাহ্ণ, ১১ ডিসেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের নদ-নদীতে বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১২’শ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বুধবার ভোরে কালাবদর নদীতে এই অভিযান চালানো হয়। পরে উদ্ধার জাটকাগুলো বরিশালে এনে মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বরিশাল মৎস্য অফিস সূত্র জানায়- তাদের উপজেলা পর্যায়ের কর্মকর্তা সঞ্জিব সন্যামতকে নিয়ে কোস্টগার্ডের একটি টিম বুধবার ভোরে অভিযান শুরু করে। একপর্যায়ে তারা কালাবদর নদীতে অবস্থান নিয়ে বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় ভোলা ও মেহেন্দিগঞ্জ থেকে বরিশালের উদ্দেশে আসা অন্তত চারটি নৌযান থেকে ১২’শ কেজি জাটকা উদ্ধার করে। কিন্তু জাটকা পরিবহনের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বরিশালটাইমসকে এই তথ্য নিশ্চিত করে বলেন- উদ্ধার জাটকাগুলো বরিশালে এনে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন