১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে র‌্যাবের হাতে ২০০ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪০ অপরাহ্ণ, ০৭ মে ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: যশোর থেকে গোপালগঞ্জ-ভাঙ্গা-মাওয়া হয়ে রাজধানী ঢাকায় পাচারকালে ফরিদপুরে ২শ’ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জেলার ভাঙ্গা পৌর ভবন কমপ্লেক্সের সামনে চেক পোস্ট স্থাপন করে বাসে তল্লাশি করে সন্দেহভাজন একটি ব্যাগ উদ্ধার করা হয়।

পরে ওই ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ২শ’ বোতল ফেনসিডিল। এসময় এর সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় বরিশাল নগরীর বিমান বন্দর থানার শিবপাশা গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে রেজাউল করিম সরদার (৩০) এবং তার স্ত্রী ময়না আক্তার (২৬)।

আটক আসামিরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে তারা যশোর জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ক্রয় করে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিলেন।

পরে উদ্ধার মাদকসহ আটক দুই জনকে ফরিদপুরের ভাঙা থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন