২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৮ অপরাহ্ণ, ২৩ আগস্ট ২০১৯

ধর্মীয় উদ্দীপনা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে বরিশালে পরমেশ্বর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় লাইন রোডের মুখে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পপতি বিজয় কৃষ্ণ দে।

এসময় প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার খায়রুল আলম, মোয়াজ্জেম হোসেন ভূঞা, ডা. ভাস্কর সাহাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে এখানে আলোচকরা বলেন, অনাচারের কারণে পৃথিবীতে যখন ভারসাম্য নষ্ট হয়ে ধর্ম, জাতি, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন মহামানবের আবির্ভাব ঘটে। শ্রী কৃষ্ণ তেমনি একজন অবতার, যিনি দুষ্টের দমন করে সাধুদের রক্ষা করেছিলেন। আমাদের সমাজেও দুষ্টদের প্রতি খেয়াল রেখে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে সবাইকে সহায়তা করার আহবান করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ভগবান শ্রী কৃষ্ণের প্রতিকৃতি নিয়ে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন