২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে সাত দিনব্যাপী আয়কর মেলা শুরু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৩ অপরাহ্ণ, ১৩ নভেম্বর ২০১৮

‘উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দিব’ স্লোগানে বরিশালে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল কর অঞ্চল নগরীর অশ্বিনী কুমার হলে এ মেলার আয়োজন করেছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে অশ্বিনী কুমার হলের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট,ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) আরিফা শাহানা।

কর অঞ্চল বরিশালের কর কমিশনার মকবুল হোসেন পাইকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বরিশাল অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. লুৎফুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কর কমিশনার মো. নাঈমুর রসুল ও যুগ্ম কর কমিশনার আবুল বাশার আকন।

মেলা প্রাঙ্গণে সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকের অস্থায়ী বুথের মাধ্যমে আয়করের টাকা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভ্যাট ও সঞ্চয় পরিদপ্তরের অস্থায়ী বুথের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন