২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:০১ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার ১ হাজার ৫৮১টি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোট প্রদান করে।

জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ জানান, নির্বাচনে মোট ২৪ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ১ লাখ ৫২ হাজার শিক্ষার্থী ভোটার তাদের ভোট প্রয়োগ করে। প্রতিটি বিদ্যালয় থেকে নির্বাচিত ৭ জনকে নিয়ে পরবর্তী ১ বছরের জন্য বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হবে।
সকালে নগরীর বিনাপানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন