২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে স্বশিক্ষিত প্রার্থী ৫ জন, এসএসসি পাস ২ জন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৯ অপরাহ্ণ, ০১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেয়া ৫১ জন এমপি প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত রয়েছেন ৫ জন। এর মধ্যে একজন বর্তমান মন্ত্রী পদমর্যাদার ও একজন এমপিও রয়েছেন।

এছাড়া জতীয় সংসদের সাবেক এক হুইপের নামও রয়েছে স্বশিক্ষিতদের তালিকায়। মাধ্যমিক (এসএসসি) পাস রয়েছেন ২ প্রার্থী। উচ্চ মাধ্যমিক পাস আছেন ৩ জন। অন্যদিকে ৯ জন রয়েছেন আইনজীবী। প্রার্থীদের দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সরকারের পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যদা) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ স্বশিক্ষিত। এ আসনে বিএনপির মনোনীত এম জহিরউদ্দিন স্বপন এমএসএস ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বিএসসি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেহেদী হাসান রাসেল সরদার এইচএসসি এবং জাকের পার্টির মো. বাদশা মিয়া স্বশিক্ষিত।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী শাহে আলম এমএসসি ডিগ্রিধারী। এছাড়া আওয়ামী লীগের ৩ বিদ্রোহী যথাক্রমে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র ফাইয়াজুল হক রাজু বিএ, ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন এমবিএ ও সৈয়দা রুবিনা আক্তার মীরা এলএলবি ডিগ্রিধারী।

এ আসনে বিএনপির মনোনীত এস সরফুদ্দিন সান্টু এসএসসি ও সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল স্বশিক্ষিত, জাতীয় পার্টির মাসুদ পারভেজ সোহেল রানা এমএ, ওয়ার্কার্স পার্টির জহুরুল ইসলাম এসএসসি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নেছার উদ্দিন কামিল, এনপিপির সাহেব আলী স্বশিক্ষিত এবং স্বতন্ত্র মো. আনিসুজ্জামান এলএলবি ও শাহআলম মিয়া বিএ ডিগ্রিধারী।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন। এরমধ্যে বিএনপি মনোনীত জয়নুল আবেদীন এমএ, বেগম সেলিমা রহমান এমএসএস, ওয়ার্কার্স পার্টির বর্তমান এমপি শেখ মো. টিপু সুলতান এলএলবি, ওয়ার্কার্স পার্টির বিদ্রোহী (স্বতন্ত্র) আতিকুর রহমান আতিক বিএসসি, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু স্নাতক ডিগ্রি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সিরাজুল ইসলাম কামিল, গণতান্ত্রিক বাম মোর্চার মো. নুরুল ইসলাম মাস্টার বিএ এবং বিকল্প ধারা বাংলাদেশের এনায়েত কবির এইচএসসি।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি পংকজ নাথ বিএসসি, বিএনপির মেজবাউদ্দিন ফরহাদ এম.কম ও জেএম নুরুর রহমান (নাগরিক ঐক্য) বি.কম, ইসলামী আন্দোলনের সৈয়দ মো. নুরুল কারিম দাওরা হাদিস, খেলাফত মজলিসের রুহুল আমীন স্নাতকোত্তর, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবুল আলম মাস্টার্স, বিএনএফ’র এনামুল হক বিএসএস এবং ইসলামী ঐক্যজোটের সাইফুল্লাহ দাওরা হাদিস ডিগ্রিধারী।

বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। এরমধ্যে আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বিএ, বিএনপির মজিবর রহমান সরোয়ার এলএলবি ও এবায়দুল হক চাঁন এইচএসসি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম কামিল ফিকাহ, জাতীয় পার্টির একেএম মোর্তুজা আবেদীন এমএ, গণতান্ত্রিক বাম মোর্চার অধ্যাপক আব্দুস সাত্তার এমএ এবং এনপিপি’র শামীমা নাসরিন এমএ ডিগ্রিধারী।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বিএনপি মনোনীত আবুল হোসেন খান এমএসএস ও অধ্যক্ষ আব্দুর রশিদ খান এমএ, জাতীয় পার্টির ২ জন বর্তমান এমপি নাসরিন জাহান রত্না আমীন স্বশিক্ষিত ও খন্দকার মাহাতাব উদ্দিন বিএসসি, জাসদ (ইনু) মো. মহসীন ডিপ্লোমা ইন কমার্স, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম আল আমিন কামিল ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেএম নুরুল ইসলাম স্নাতকোত্তর, গণফোরামের ২ জন অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু এলএলবি মো. ফোরকান আলম খান এমএসসি এবং স্বতন্ত্র মো. আলী তালুকদার ফারুক এমবিএ ও ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।

সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা কমিটির সভাপতি শাহ শাজেদা বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তবে বাংলাদেশ এখন উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষা অপরিহার্য। আজ যারা প্রার্থী তাদের মধ্য থেকেই আগামীর সংসদ সদস্য নির্বাচিত হবেন। এদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হবেন।

শাহ শাজেদা বলেন, সংসদ সদস্যরা আইন প্রণেতা। তাদের অনেক দায়িত্ব। নিজের দায়িত্ব সম্পর্কে জানতে হলেও তো শিক্ষার দরকার। যেহেতু সেটা যাদের নেই, তাই প্রার্থীর অন্য যোগ্যতার পাশাপাশি শিক্ষার বিষয়টিও বিবেচনায় রেখে ভোটারদের ভোট দেয়া উচিত।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন