২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে সড়কের দুই পাশের অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৩ অপরাহ্ণ, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা বাজার ও আশপাশের এলাকার অন্তত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। রোববার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া অভিযানে চৌমাথা গোলপুকুরের উত্তর পাড়ের এবং চৌমাথা বাজারের প্রবেশ পথের দুই পাশে থাকা বিভিন্ন ধরনের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সিটি কর্পোরেশনর সড়ক পরিদর্শক রেজাউল কবির বরিশালটাইমসকে জানান, একাধিকবার নোটিশ করার পরও অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছিলেন না। ফলে কর্তৃপক্ষের নির্দেশে সকালে চৌমাথা গোলপুকুরের উত্তরপাড়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে চৌমাথা বাজারের বৈধ স্থাপনা ছাড়া বাজারের প্রবেশ পথের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিসিসি’র সড়ক পরিদর্শক রেজাউল কবির।’’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন