২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৩ অপরাহ্ণ, ২৭ জানুয়ারি ২০২০

মাহাদী হাসান:: বরিশার নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে নগরীর বান্দ রোড এবং পোর্ট রোড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা এবং র‌্যাব-৮ এর একটি দল।

পঁচা ফল বিক্রির দায়ে নগরীর বান্দ রোডের ঋষি স্টোরের স্বত্বাধিকারী বিকাশ রায়কে ১০ হাজার টাকা, একই এলাকার আরিফ এন্টারপ্রাইজে কৃষি বিপণন লাইসেন্স নবায়ন না করার অপরাধে সত্ত্বাধিকারী মোহাম্মদ লতিফকে ২০ হাজার টাকা, পোর্ট রোডের মেসার্স পবিত্র ভান্ডারে মেয়াদোত্তীর্ন কোলড্রিংকস ও কৃষি বিপণন লাইসেন্স না থাকার অপরাধে তপন সাহাকে ৫০ হাজার টাকা এবং কৃষি বিপণন লাইসেন্স নবায়ন না করার অপরাধে একই এলাকায় অনিক ফিস নামের ব্যবসা প্রতিষ্ঠানের জাকির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওই ব্যবসা প্রতিষ্ঠাগুলোর ভুল-ত্রুটি দ্রুত শুধরে নেয়ার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন