২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে ৪ রোগীর দালালের কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৮ অপরাহ্ণ, ১৯ ফেব্রুয়ারি ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীর সদর রোড থেকে আটক ৪ রোগীর দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে এবং নগর গোয়েন্দা পুলিশের সহায়তায় নগরীর সদর রোডের বাটারগলিতে এই ভ্রাম্যমাণ আদালত চালানো হয়।

আটক সাদ্দাম, মিজান ও ইমনকে ১ মাস করে এবং স্বপন নামের একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী জানান, আটককৃকতরা সদর রোড থেকে গ্রামগঞ্জের রোগী শিকার করে মিথ্য ও ভুল তথ্য দিয়ে নগরীর বিভিন্ন ডায়গনস্টিক সেন্টার এবং অখ্যাত চিকিৎসকের চেম্বারে পাঠাতো। সেখানে রোগীরা প্রতারণার শিকার হতেন। এ কারণে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন