২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল অভিরুচিতে শুক্রবার ‘কাঠবিড়ালী’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:১১ অপরাহ্ণ, ১৬ জানুয়ারি ২০২০

২৭ ডিসেম্বর পাবনার ভাঙ্গুরা উপজেলার গজারমারা গ্রামে প্রিমিয়ার হয়েছিল ‘কাঠবিড়ালী’ ছবির। ওই অঞ্চলেই হয়েছিল বেশিরভাগ ছবির শুটিং। সেখানে যারা ছবিটি দেখেছিলেন মুগ্ধতার কথা জানিয়েছিলেন। এবার বড় পরিসরে প্রেক্ষাগৃহে আসছে ‘কাঠবিড়ালী’। শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে দেশের ১৮টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে নিয়ামুল মুক্তা পরিচালিত এ ছবিটি।

পরিচালক জানান, মানবিক সম্পর্কের অনেক চড়াই-উতরাই থাকে। আর তা নিয়ে তৈরি হয়েছে ‘কাঠবিড়ালি’। নিয়ামুল মুক্তা বলেন, শুক্রবার থেকে ১৮ প্রেক্ষাগৃহে চলবে কাঠবিড়ালী। ছবির অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বলেন, প্রথম সপ্তাহে কম প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হচ্ছে। দ্বিতীয় সপ্তাহ থেকে আরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। আমার বিশ্বাস কাঠবিড়ালী দর্শক পছন্দ করবেন। কারণ, এর আগে যারা ছবিটি দেখেছেন কেউ মন্দ বলেননি।

কাঠবিড়ালীর শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালের ২ মার্চ। নানা প্রতিকূলতা পেরিয়ে এবার আসছে প্রেক্ষাগৃহে। ইতোমধ্যেই ছবির সুন্দর কন্যা শিরোনামের একটি গান জনপ্রিয়তা পেয়েছে। যে গানটি লিখেছিলেন প্রয়াত নাট্যজন সেলিম আল দীন, সুর ইউসুফ হাসান অর্ক এবং সংগীতায়োজন ইমন চৌধুরীর। কণ্ঠ দেন শফি মণ্ডল।

চিলেকোঠা ফিল্মস’র ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর, সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান। ছবির কাহিনী লিখেছেন পরিচালক নেয়ামূল মুক্তা নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ।

যে প্রেক্ষাগৃহে চলবে ‘কাঠবিড়ালি’

স্টার সিনেপ্লেক্স (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস্ (ঢাকা), বলাকা সিনেওয়ার্ল্ড (ঢাকা), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), আনন্দ ( ঢাকা), চিত্রামহল (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম ইন (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবাণী (ময়মনসিংহ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), রুপকথা (পাবনা), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল)।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন