২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালের উজিরপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২১ অপরাহ্ণ, ১৭ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, উজিরপুর:: বরিশালের উজিরপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ মালামাল ভস্মীভূত হয়েছে। রোববার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কার্যালয়ের পাহাড়াদার আনসার হাওলাদার বলেন, প্রতিদিনের মত রাতের খাবার খাওয়ার জন্য নিজ বাড়িতে যান। বাড়িতে থাকাবস্থায় খবর পান বিএনপি কার্যালয়ে আগুন লেগেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি আরও বলেন- দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হুমকি ধামকি উপেক্ষা করে বিএনপি কার্যালয়ে পাহারা দিচ্ছি। তবে কারা এ হুমকি দিচ্ছে এ বিষয়টি তিনি পরিস্কার করেননি।

উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাষ্টার বরিশালটাইমসকে বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের কার্যালয় পুড়িয়ে দিয়েছে। রাজনৈতিকভাবে কোনঠাসা করতে প্রতিপক্ষরা এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান বিএনপির এ নেতা।

উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুর রশিদ জানান, রাত সাড়ে এগারোটায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

উল্লেখ্য কেন্দ্রীয় বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর পৌর এলাকার ওই স্থানে ২০০০ সালে মাতৃমঙ্গল মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করেন। পরবর্তীতে স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকায় উজিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন