২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল খাদ্য অফিসে ওএমএস’র চাল নিয়ে হট্টোগোল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০১৭

সরকার ওপেন মার্কেট সেলে (ওএমএস) আতপ চাল হওয়ায় উত্তোলনে অনাগ্রহ দেখাচ্ছেন বরিশালের ডিলাররা। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ভোক্তা পর্যন্ত কোন ডিলার আসেনি ওএমএসর চাল কিনতে। তবে খাদ্য কর্মকর্তাদের নির্দেশে ডিলারদের চাল উত্তোলন বাধ্যতামূলক ঘোষণা করায় কিছুটা চাপের মুখে পড়ে ডিলারগণ।

যে কারণে বেলা ২টার পরে ওএমএসর চাল উত্তোলন করেছেন ৫ ডিলার। তাছাড়া কেজিতে চালের দামও ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়িদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে।

আবুল কালাম আজাদসহ একাধিক ডিলার দাবি করছেন, বরিশালের মানুষ আতপ চাল খেতে অভ্যস্ত নয়। এ চাল উত্তোলন করা হলে লোকসানের মুখে পড়তে হবে এমন ভাবনায় তারা কেউ নেননি। সেই সাথে আতপ চালের পরিবর্তে সিদ্ধ চাল দেওয়ার দাবি করে ডিলাররা।

বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রেজা মো. মহসিন জানান, সারাদেশেই সরকারি নির্দেশ পালন করা হচ্ছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করতে প্রস্তুতি নিয়েছি। তারা কোনো সিদ্ধান্ত জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতি ডিলারকে প্রতিদিন এক মেট্রিক টন চাল অর্থাৎ বরিশালের ৭ জন ডিলারকে সাত মেট্রিক টন চাল উত্তোলন করতে হবে। রোববার থেকে শুরু হওয়া ওএমএসর চাল বিক্রি চলবে আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত।”

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন