২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল জেলা প্রশাসনের লেকের মাছে মড়ক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, ১৬ জুন ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বৈরী আবহাওয়ার কারণে বরিশাল জেলা প্রশাসনের লেকের মাছ মরে ভেসে উঠছে। বিশেষ করে রুই কাতলা ও পাঙ্গাস মাছ বেশি মরছে। শনিবার রাত ১০টা পর্যন্ত এক মণের বেশি মাছ মরে ভেসে উঠেছে বলে জানা গেছে।

বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বরিশালটাইমসকে জানান, বৈরী আবহাওয়ার কারণে তাপমাত্রা বেড়ে লেকের পানি দূষিত হয়ে পড়েছে। এই কারণে ডিমওয়ালা মাছগুলোতে বেশি মড়ক লেগেছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম বরিশালটাইমসকে জানান, মাছের মড়ক রোধে শনিবার সকালে পানি শোধন করার জন্য জিউলাইট ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু এরপরে মাছগুলো মরে ভেসে উঠছে।

পরবর্তীতে পানির নিচে অক্সিজেন ট্যাবলেট দেওয়ার প্রস্তুতি চলছে। এতে মাছের মড়ক কিছুটা হলেও হ্রাস পাবে বলে আশা করেন তিনি।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন